শাওমি রেডমি এ সিরিজ লাইনআপে নতুন সংযোজন রেডমি ৭এ বাজারে এনেছে। রেডমি ৬এ-এর ওপর সামগ্রিক আপগ্রেড নিয়েই রেডমি ৭এ বাজারে এসেছে।
১১ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে সনি আইএমএক্স ৪৮৬ সেন্সর সম্পন্ন ১২ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৪০০০ এমএএইচ ব্যাটারি।
পোর্ট্রেট সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে এআই পোর্ট্রেট মোডসম্পন্ন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
রেডমি নোট 7 গত বৃহস্পতিবার 'Redmi by Xiaomi' উপ-ব্র্যান্ডের প্রথম মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই লেটেস্ট রেডমি সিরিজ ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর, যা...