পণ্য সরবরাহকারী সংস্থা অ্যামাজন ভারতের ক্রেতাদের নতুন সুবিধা দেওয়া শুরু করল। নতুন এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘Amazon Pay Later’। এই পরিষেবার ফলে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে না। বিনা সুদে পণ্যের দাম মেটানোর জন্য ১২ মাস পর্যন্ত সময় পাওয়া যাবে। মাসে মাসে ইএমআই পরিষেবার সুযোগ মিলবে।
অ্যামাজন জানিয়েছে, ১ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পণ্যের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। ‘অ্যামাজন পে লেটার’ পরিষেবা পেতে হলে গ্রাহকদের আবেদন করতে হবে অ্যামাজন ইন্ডিয়া মোবাইল অ্যাপের মাধ্যমে। অ্যাপে গিয়ে গ্রাহকদের কেওয়াইসি তথ্য ভরতে হবে। সেটা হয়ে গেলে অ্যামাজন পে ড্যাসবোর্ডে গিয়ে দেখতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে কিনা।