কয়েক ঘন্টা পর হোয়াটসঅ্যাপ খুললেই হাজার মেসেজ। ইচ্ছা না থাকলেও বিভিন্ন গ্রুপে অ্যাড করা হচ্ছে। সেই দিন এইবার শেষ। সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ এক নতুন ফিচারের মাধ্যমে অবাঞ্চিত গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তির ঘোষনা দিল। এখন থেকে আপনাকে কোনো গ্রুপে অ্যাড করার আগে এডমিনকে আপনার সম্মতি নিতে হবে। এই ফিচার বর্তমানে আইওএস এবং অ্যানড্রয়েডে পাওয়া যাচ্ছে।
কিভাবে আপনি এই ফিচার চালু করবেনঃ
আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপর সেটিংস-একাউন্ট-প্রাইভেসি।
এরপর গ্রুপে ক্লিক করে আপনার পছন্দ মত প্রাইভেসি নির্বাচন করুনঃ
-Nobody(আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না)
-My contacts(শুধুমাত্র আপনার contacts এ থাকা users আপনার সম্মতি ছাড়া গ্রুপে অ্যাড করতে পারে)
-Anyone( যে কেউ আপনাকে আপনার সম্মতি ছাড়াই যেকোনো গ্রুপে অ্যাড করতে পারে)
Here’s how you can enable it:
WhatsApp > Settings > Accounts > Privacy > Groups:
– Nobody
– My contacts
– Anyone
যদি আপনি নিজেকে অবাঞ্চিত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাঁচাতে চান, তবে নিশ্চয়ই প্রথম দুটি বিকল্প নির্বাচন করুন।