সাধারণত শিক্ষকদের জন্য নেটফ্লিক্স তাদের ডকুমেন্টারিগুলো ফ্রি দেখায়। ক্লাসরুমে যাতে শিক্ষকরা ডকুমেন্টারিগুলো শিক্ষার্থীদের দেখাতে পারেন তার জন্যই এ ব্যবস্থা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কোটি কোটি শিশু স্কুলে যেতে পারছে না। তাদের কথা ভেবেই শিক্ষণীয় ও একইসঙ্গে বিনোদনমূলক কয়েকটি ডকুমেন্টারি ফ্রিতে দেখাচ্ছে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় কয়েকটি ডকু সিরিজ ইউটিউবে ফ্রিতে দেখা যাচ্ছে।
ডকুমেন্টারিগুলো সরাসরি ইউটিউবে দেখা যাচ্ছে। এছাড়াও, শিক্ষার্থীরা যাতে ডকুমেন্টারি নির্মাতাদের কাছ থেকে আরও কিছু তথ্য জানতে পারে সে জন্য প্রশ্ন করারও সুযোগ রাখা হয়েছে। যে ১০টি ডকুমেন্টারি ইউটিউবে ফ্রিতে দেখা যাবে সেগুলো হলো থার্টিনথ, অ্যাবস্ট্রাক্ট, বেবিজ, চেজিং কোরাল, এক্সপ্লেইনড, নক ডাউন দ্য হাউজ, আওয়ার প্ল্যানেট, পিরিয়ড. এন্ড অব এ সেন্টটেন্স, দ্য হোয়াইট হেলমেটস ও জায়ন।