গত মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Pro, ইতিমধ্যেই এই ফোনটি Online এ বিক্রি শুরু হয়ে গিয়েছে । তবে এবার Offline ও পাওয়া যাবে V9 Pro, এমনটাই জানাল Vivo কোম্পানি । এছাড়াও Jio –র সাথে হাত মিলিয়ে গ্রাহকদের একাধিক সুবিধা দিচ্ছে Vivo । 6GB Variant প্রকাশিত হয়েছে Vivo V9 Pro। এই ফোনে থাকছে Sanpdragon 660 চিপসেট, Display এর উপরে থাকছে নচ এবং ডুয়াল ক্যামেরা ।
Vivo V9 Pro এর দাম
ভারতে Vivo V9 Pro এর দাম প্রায় ১৭,৯৯০ টাকা। এখন শুধুমাত্র কালো রঙেই পাওয়া যাবে এই ফোনটি । অনলাইন ছাড়াও এবার বিক্রি শুরু হবে সারা দেশের অফলাইন স্টোরে।
Vivo V9 Pro Specification
Display6.30-inch
Processorhexa-core
Front Camera16-megapixel
Resolution1080x2280 pixels
RAM6GB
OSAndroid 8.1
64GB Storage
Rear Camera13-megapixel + 2-megapixel
Battery Capacity3260mAh