লকডাউনের মধ্যে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে কথা বলার মাধ্যম হিসেবে এগিয়ে এলো হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে সেই সুবিধা যার মাধ্যমে একসঙ্গে অনেকে মিলে গ্রুপ কল করতে পারবেন। বর্তমানে একসঙ্গে চারজনের বেশি গ্রুপ কল করা যায় না হোয়াটসঅ্যাপে। সেই সুবিধাকেই বাড়াতে চলেছে এই সংস্থা।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপের ভি২.২০.১২৮ বেটা ও ভি২.২০.১২৯ বেটা এই দুটি ভার্সনে দেখা যাবে। যাঁরা এই দুটি ভার্সন ব্যবহার করেন, তাঁরা হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই এই গ্রুপ কল বাড়ানোর ফিচার দেখতে পাবেন। যদিও এখনও পর্যন্ত এই ফিচার চালু করা হয়নি। ফলে এখন আপডেট করলেও এই ফিচার দেখা যাবে না।