করোনা মহামারী থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। এহেন অবস্থায় বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে চাহিদা বেড়েছে ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের।
বছরের প্রথম ৩ মাসে সাইটটিতে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে ১ কোটি ৬০ লাখ। ২০১৯ সালের শেষ কয়েক মাসের হিসাবে এই সংখ্যা দ্বিগুণ। ফলে চলতি বছর তাদের শেয়ারের মূল্য বেড়েছে ৩০ শতাংশের বেশি।
আগামী তিন মাসে সাইটটিতে আরও ৭৫ লাখ মানুষ সাইন আপ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। একইসঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ধীরে ধীরে লকডাউন উঠে গেল সাবস্ক্রাইবারের সংখ্যাও কমে যাবে।