মুকেশ আম্বানির সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিটেডে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন মার্ক জুকারবার্গ। এই বিনিয়োগের মাধ্যমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম ব্যবসার সঙ্গে নিজেদের যুক্ত করল ফেসবুক।
ফেসবুকের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে। ফেসবুক চাইছে তাদের মেসেজিং প্ল্যাটফর্ম অর্থাৎ হোয়াটসঅ্যাপের সঙ্গে রিলায়েন্সের ই-কমার্স সংস্থা জিওমার্টকে যুক্ত করে একটা নতুন সার্ভিস তৈরি করতে।
জিও-র তরফেও ফেসবুকের এই লগ্নির কথা জানানো হয়েছে। একটা বিবৃতিতে জিও জানিয়েছে, জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। পুরোটাই দুই তরফের সম্মতিতে হয়েছে।
Thanks